ভরসন্ধ্যেয় সিগনাল বিভ্রাট, বন্ধ দমদম-দক্ষিনেশ্বর মেট্রো পরিষেবা

0
3

সপ্তাহের মাঝেই উৎসবের মরশুমে মেট্রোর সিগনাল (signal) বিভ্রাট। তার জেরে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকল দমদম-দক্ষিনেশ্বর রুটে মেট্রো (Kolkata Metro) চলাচল। বিপাকে নিত্যযাত্রী থেকে পুজোর কেনাকাটা করতে বেরোনো সাধারণ মানুষ।

একেবার বিনা নোটিশে যাত্রাভঙ্গ সাধারণ থেকে নিত্যযাত্রীদের। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎই দক্ষিণেশ্বরে মেট্রো আসা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন দ্বিতীয়ার পুজো দিতে আসা মানুষজন। অন্যদিকে দমদম (Dumdum) স্টেশনে ভিড় করে অপেক্ষা করতে থাকেন দক্ষিণেশ্বর (Dakshineswar) অভিমুখে রওনা দেওয়া নিত্যযাত্রী থেকে কেনাকাটা ফেরৎ মানুষ।

প্রাথমিকভাবে চাঁদনি চক (Chandni Chowk) থেকে দমদম (Dumdum) পর্যন্ত বিভিন্ন স্টেশনে একাধিক মেট্রো দীর্ঘ সময় আটকে পড়ে সন্ধ্যের ব্যস্ত সময়ে। ফের দমদম থেকে কবি সুভাষ রুটে মেট্রো চলাচল শুরু হলেও সমস্যা মেটেনি দমদম-দক্ষিণেশ্বর রুটে। এতদিন শিয়ালদহ দক্ষিণ বা উত্তর শাখায় সিগনাল বিভ্রাট (signal failure) ছিল নিত্যদিনের সমস্যা। এবার মেট্রো রুটেও শুরু হল সেই সিগনাল আতঙ্ক, আশঙ্কা যাত্রীদের।