বলিউডের (Bollywood) কমেডি ম্যান গোবিন্দাকে হাসপাতালে দেখতে গিয়ে মিডিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শিরোনামে বাজিগর গার্ল শিল্পা শেট্টি (Shilpa Shetty)। নিজের বন্দুক থেকে অতর্কিতে গুলি চলায় জখম হন হিন্দি বিনোদন জগতের হিরো নাম্বার ওয়ান। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। সতীর্থ থেকে শুরু করে পরিবারের অনেকেই গোবিন্দাকে হাসপাতালে দেখতে গিয়েছেন। কিন্তু শিল্পা তাঁর অনস্ক্রিন ‘পরদেশী বাবু’কে দেখতে গিয়ে যেভাবে চিত্রসংবাদিকদের উপর উঠলেন তাতে রীতিমতো চর্চা বিটাউনে।
ঠিক কী ঘটেছিল?
বৃহস্পতিবার বন্ধু ‘চিচি’কে দেখতে হাসপাতালে যান শিল্পা। আর সেখানে গিয়েই রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন। ‘ধড়কন’ গার্ল হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন ফটোশিকারীরা। অনেকক্ষণ ধরেই তাঁরা অপেক্ষা করছিলেন, ফলে নায়িকা পৌঁছতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আর এই ঘটনাতেই যথেষ্ট বিরক্ত হন অভিনেত্রী। মেজাজ হারিয়ে কার্যত চিৎকার করেই বলেন, “এটা কি ছবি তোলার জায়গা?” সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটপাড়ায় চর্চার শিরোনামে।