একদিকে সপ্তাহের ব্যস্ত সন্ধ্যা। অন্যদিকে ধর্মতলার পুজোর কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ। সেই সঙ্গে উৎসবের মরশুমে নিরাপত্তায় চরম ব্যাঘাত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত ঘোষণার নামে ধর্মতলায় আসা জুনিয়র চিকিৎসকরা (junior doctors) গোটা ওয়াই চ্যানেল জুড়ে বিক্ষোভে বসেন। একদিকে আটকে পড়ে ব্যস্ত সময়ের যানবাহন। অন্যদিকে কলকাতা পুলিশের জমায়েত সংক্রান্ত নির্দেশিকাও ভাঙেন জুনিয়র চিকিৎসকরা।
ধর্মতলায় মেট্রো চ্যানেলে জমায়েত করার অনুমতি চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রাথমিকভাবে জমায়েত নির্দেশিকা থাকায় সেই অনুমতি মেলেনি। পরে রাস্তায় অবরুদ্ধ না করার প্রতিশ্রুতি দিলে অবস্থান করে নিজেদের ঘোষণা করার অনুমতি দেয় কলকাতা পুলিশ (Kolkata police)। কিন্তু অনুমতি পেয়েই অন্য চেহারা নেয় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন।
চিকিৎসকদের দাবি, ধর্মতলার কাছে মিছিল পৌঁছাতেই পুলিশ বাধা দেয়। এসএসকেএমের (SSKM) দিক থেকে আসা চিকিৎসকদের চ্যাংদোলা করে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অনেকে আবার চিৎকার করতে থাকেন লাঠিচার্জ করা হয়েছে বলে। অভিযোগ নিয়ে পুলিশ বারবার চিকিৎসকদের সঙ্গে কথা বললেও অনড় থাকেন তাঁরা। গোটা ওয়াই চ্যানেল বন্ধ করে বিক্ষোভ জারি রাখেন তাঁরা।