মা মোবাইল দেননি, রাগে মহিলার মাথায় ব্যাট ভাঙলো দশ বছরের ছেলে!

0
2

যত দিন যাচ্ছে বাড়ছে মোবাইলের প্রতি আসক্তি (Mobile addiction)। সেটা যে কী মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তার জলজ্যান্ত উদাহরণ বৃহস্পতিবার প্রকাশ্যে আসা এক ভাইরাল ভিডিও (Viral video)। মা মোবাইল না দেওয়ায় হাতের কাছে থাকা ব্যাট মায়ের মাথায় ভাঙলো দশ বছরের ছেলে! ভাইরাল ভিডিও ঘিরে কার্যত শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করিনি বিশ্ববাংলা সংবাদ)।

সমাজ মাধ্যমে যে ক্লিপিংস (clippings) ঘোরাফেরা করছে তাতে দেখা গেছে স্কুল পোশাকে বছর দশকের এক শিশু বিছানায় বসে মোবাইল (mobile) ফোন ঘাঁটাঘাঁটি করছিল। তাঁর মা দেখতে পেয়ে হাত থেকে মোবাইল কেড়ে নেন এবং রীতিমতো বকাঝকা করেন। এরপরই সে শিশুটি বই খাতা নিয়ে বসে পড়ে। এই সময় মা ফোনে কথা বলতে বলতে টিভি দেখায় ব্যস্ত হয়ে পড়লে, ছেলেটি আচমকা ঘরের পিছনে রাখা ব্যাট (bat) নিয়ে এসে মায়ের মাথায় আঘাত করে। মুহূর্তেই লুটিয়ে পড়েন ওই মহিলা। এবং সব থেকে অবাক করার মতো ব্যাপার হল এত বড় কাণ্ডের পর সম্পূর্ণ নিলিপ্ত ভাবে শিশুটি অচৈতন্য মায়ের হাত থেকে ফোন নিয়ে তা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে বাড়ির অন্যান্য সদস্যরা এখানে পৌঁছে ওই মহিলাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শিউরে উঠছেন নেটিজেনরা।