বাঁশদ্রোণীর ছাত্র-মৃত্যুর ঘটনায় গ্রেফতার আর্থ মুভারের চালক ও মালিক

0
2

মহালয়া সকালে বাঁশদ্রোণী (Bansdroni Incident) এলাকায় পে লোডারের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। দমদম ও চিৎপুর এলাকায় তল্লাশি চালিয়ে গাড়ির চালক শম্ভু রাম এবং গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মাকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ (Bansdroni Police)। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে।

শুক্রবার সকালে ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত সাংবাদিক বৈঠক করে জানান যে,ছাত্র মৃত্যুর ঘটনায় মোট ছ’টি এফআইআর (FIR ) করা হয়েছে। তাঁদের কাছে মূল গুরুত্বপূর্ণ ছিল,ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করা। সেইমতো গাড়ির চালক ও মালিককে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও খতিয়ে দেখছে পুলিশ।