আর জি কর-আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আশিসের ৩দিনের CBI হেফাজতের নির্দেশ

0
1

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) আর্থিক দুর্নীতি মামলায় হাউজ স্টাফ আশিস পাণ্ডের ৩ দিনের CBI হেফাজত দিল আদালত (Court)। বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এদিন আদালতে তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত আশিসের বিরুদ্ধে অভিযোগ তিনিও আর্থিক দুর্নীতিকাণ্ডে জড়িত। থ্রেট কালচারের অভিযোগে ২৫ সেপ্টেম্বর যে পাঁচ অভিযুক্তকে ডেকে পাঠায় সিবিআই, তাঁদের মধ্যে আশিসও ছিলেন। তবে আর্থিক দুর্নীতি মামলাতে তাঁকে ধরে CBI।আদালতে সিবিআইয়ের অভিযোগ করে, হাউজ স্টাফ হওয়ার যোগ্যতাই নেই আশিসের। ডাক্তারদের হুমকি ও তোলাবাজির সঙ্গে জড়িত তিনি। এমনকী, আশিসের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগও তোলেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্যেই তাঁকে হেফাজতে প্রয়োজন বলে আদালতে জানায় সিবিআই। এরপরেই আশিসকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।