ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থাগুলিকে শেয়ার বাজারে অন্তর্ভুক্তিকরণে উদ্যোগী রাজ্য

0
2

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাও যাতে শেয়ার বাজারে নাম লেখায় রাজ্য সরকার সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে। এমএসএমই দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে বলেন, গোটা দেশেই এই প্রবণতা রয়েছে। মূলত সচেতনতার অভাবেই বাজারে শেয়ার ছেড়ে মূলধন জোগাড় করার ক্ষেত্রে এখনও ছোট শিল্প ক্ষেত্র পিছিয়ে রয়েছে। এমএসএমই দফতর এজন্য তাঁদের সচেতনতা বৃদ্ধিতে লাগাতার কর্মসূচি নেবে বলে তিনি জানান।

বুধবার এমন একটি কর্মশালায় রাজ্যের ছোট শিল্পগুলির কর্তাদের একাংশ উপস্থিত ছিলেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সহায়তায় আয়োজিত এই কর্মশালার পর অনেক সংস্থাই শেয়ার বাজারে নাম নথিভুক্তিতে আগ্রহ দেখিয়েছে। আগামীতে কলকাতার পাশাপাশি জেলাতেও একই ধরণের কর্মশালার আয়োজন করা হবে বলে ক্ষুদ্র শিল্প সচিব জানিয়েছেন।

আরও পড়ুন- উৎসবের মরসুমে পথ দু.র্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগী রাজ্য, জারি একাধিক নির্দেশিকা