দিল্লিতে ২ হাজার কোটি টাকার মা.দক উদ্ধার, গ্রে.ফতার ৪

0
2

দিল্লিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হল ৫০০ কেজি মাদক। যার আন্তর্জাতিক বাজারে দাম অন্তত ২ হাজার কোটি টাকা। এই মাদক পাচারের ঘটনায় জড়িত ৪ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ দিল্লিতে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময়েই এই বিপুল পরিমাণ কোকেন তদন্তকারীদের নজরে আসে। পুলিশের দাবি, এত বিপুল পরিমাণ কোকেন উদ্ধারের ঘটনা দিল্লিতে এই প্রথম। গোটা ঘটনার পেছনে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান। বাজেয়াপ্ত হওয়া এই মাদক কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত সেই সব বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ।

আরও জানা গিয়েছে, দিল্লির বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে মাদক সরবরাহ করত ওই আন্তর্জাতিক চক্র। দিল্লি পুলিশের তৎপরতায় এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- এবার ‘অন্তরলোক’ এর সন্ধানে চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি