দুর্গাপুজো ও দীপাবলীর আগে পরিবেশ বান্ধব বাজি উৎপাদন ও বিক্রিতে গতি আনতে রাজ্য সরকার বৈঠকে বসছে। আগামী শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের পৌরহিত্যে এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। দমকল, পরিবেশ, শ্রম দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং পুর কমিশনারকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমস্ত জেলার জেলাশাসক পুলিশ কমিশনাররা ভার্চুয়াল ভাবে বৈঠকে উপস্থিত থাকবেন। থাকবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সেনাবাহিনীর প্রতিনিধিরাও। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট – নিরির প্রতিধিরাও থাকবেন বৈঠকে।
সবুজ বাজি উৎপাদন ও বিক্রির লাইসেন্স বন্টনের কাজে গতি আনার পাশাপাশি নিষিদ্ধ আতশবাজি বিক্রি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি পরিবেশবান্ধব ‘সবুজ বাজি প্রস্তুত, মজুত এবং বিক্রয় সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের অধীনে আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্প কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রকল্পের কাজে নজরদারির জন্য জেলা এবং রাজ্যস্তরে দু’টি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
নতুন নীতিতে, পরিবেশবান্ধব ‘সবুজ বাজি’ উৎপাদনের জন্য ক্লাস্টার তৈরির ক্ষেত্রে নানাভাবে সাহায্য করবে রাজ্য সরকার। এই সাহায্য কীভাবে দেওয়া হবে তা জানানো হয়েছে সবুজ বাজি উৎপাদন, মজুত ও বিক্রয় সংক্রান্ত নতুন সরকারি নীতিতে।
জেলা প্রশাসনের সাহায্যে ক্লাস্টারের জমি চিহ্নিতকরণ এবং পরিকাঠামো উন্নয়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে একাধিক জেলায়। সেই সমস্ত কাজের অগ্রগতি বৈঠকে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।








































































































































