বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল দুর্গোৎসব(Durga Puja Festival)। ইউনেস্কোর (UNESCO) ইনট্যানজিবল হেরিটেজ এর স্বীকৃতি পাওয়ার পর কলকাতার পুজো নিয়ে উন্মাদনা আরও বেড়েছে। মহানগরীর বিগ বাজেট পুজোর মধ্যে অন্যতম চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের পুজো ৮০ তম বর্ষে পদার্পণ করল। থিম ‘অন্তরলোক”অন্তরলোক’।
শিল্পী সৌমিক বললেন, দেবী দুর্গার(Durga )আবাহনে মনের মধ্যে লুকিয়ে থাকা অন্তরাত্মার প্রকাশ হোক এবছরের পুজোয়। সেই অদেখা অন্তরলোকের সন্ধানে কলকাতার ডি. এল. রায় স্ট্রিটের চালতাবাগান সর্বজনীনের দুর্গোৎসব।
মহালয়ার পূণ্যলগ্নে সন্ধ্যায় শিল্পী পিয়ালী সাধু খা দেবীদুর্গার চক্ষুদান করলেন। একদিকে চলল দেবীর চক্ষুদান পর্ব, আর অন্যদিকে মন্ডপ সজ্জার শেষ পর্যায়ের প্রস্তুতি। এবার তাদের পুজো অন্য মেজাজে ধরা দেবে দর্শনার্থীদের কাছে। ৮০ তম বর্ষে তাদের থিম ‘অন্তরলোক’। সৃজনে- সৌমিক পিয়ালী। সঙ্গীত সুদীপ বন্দ্যোপাধ্যায়।