বাংলাদেশকে হারিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

0
5

আজ কানপুরে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। আর এই জয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ জয়ের পর নিজের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত। জানালেন জয়ের আসল কারণ।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ আড়াই দিন বৃষ্টিতে নষ্ট হওয়ার পরে আমরা পরিকল্পনা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে অল আউট করব। সব কিছু নির্ভর করছিল ওরা কত রান করতে পারে। এক বার যখন দেখলাম ওরা ২৩০ রান করল, তখন ঠিক করলাম দ্রুত রান তুলব। কারণ, কত রান করব সেটা বড় বিষয় ছিল না, বড় বিষয় ছিল দ্বিতীয় ইনিংসে কত ওভার বল করার সুযোগ পাব। কারণ, পিচে বোলারদের জন্য বিশেষ সুবিধা ছিল না। সেখানে বোলারেরা যা করেছে তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,” বড় শট খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকি থাকে। আমাদেরও ছিল। কম রানে অল আউট হয়ে যেতে পারতাম। ১০০-১৫০ রানে অল আউট হলেও দুঃখ ছিল না। আমরা শুধু নিজেদের একটা সুযোগ দিতে চেয়েছিলাম। ড্রয়ের কথা ভাবছিলাম না।”

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আন্তোনিও গ্রিজম্যান