গোল করে বাবাকে উৎসর্গ রোনাল্ডোর, কী বললেন তিনি?

0
1

তিনি যে সসময় তাঁর বাবার অভাব অনুভব করেন তা বারবার সাক্ষাৎকারে বলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে তাঁর বাবার কোথা। আর এবার বাবাকে গোল উৎসর্গ করলেন পর্তুগিজ তারকা। সোমবার ছিলো রোনাল্ডোর বাবার জন্মবার্ষিকী। সেই রাতেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলারে নামে আলনাসের। তাদের প্রতিপক্ষ ছিল কাতারের আল রায়ান। সেই ম্যাচে গোল করে , নিজের বাবাকে গোল উৎসর্গ করলেন সিআরসেভেন। আর এই গোলের সুবাদে এই নিয়ে কেরিয়ারে তাঁর ৯০৪টি গোল হয়ে গেল পর্তুগিজ তারকার।

ঘরের মাঠে জিততে কোনও অসুবিধাই হয়নি রোনাল্ডোদের। তাঁরা আল রায়ানের বিরুদ্ধে জেতেন ২-১ গোলে। প্রথম গোলটি করেন সাদিও মানে। ৭৬ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে দুরন্ত গোল করেন রোনাল্ডো। আর তারপরই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে দুহাত আকাশে তুলে সেলিব্রেশন। এই নিয়ে ম্যাচে শেষে রোনাল্ডো বলেন, “ আজকের গোলটার একটা অন্য মাহাত্ম্য রয়েছে। যদি আমার বাবা আজ জীবিত থাকতেন, খুব ভালো লাগত। কারণ আজ তাঁর জন্মদিন। এটা তাঁর জন্য।”

২০০৫ সালে রোনাল্ডোর বাবা জোসে দিনিস আভেইরো প্রয়াত হন।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের