গত ২৯ সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের সম্পাদক ডা: স্বপ্ননীল বোস জানালেন, মানসিক সাহায্যের জন্য প্রস্তুত হওয়া সাইক্যাক্সিস অ্যাপ ১ নভেম্বর থেকে সারা ভারতের জন্য উন্মুক্ত হয়ে যাবে l
এই অ্যাপের মাধ্যমে সারা ভারত থেকে যে কোনও মানসিক সমস্যার জন্য অনলাইনে বা অফলাইন কলস্যাল্টেশান বুক করা যাবেl মূলত সাইকোলজিক্যাল কাউন্সেলার, সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্টদের একটি দল এই পরিষেবা দেবে l
শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ করার সুযোগ রয়েছে যা শুধু সাইকোলজির স্টুডেন্ট নয় সাধারণ মানুষের কাছেও সাইকোলজিক্যাল সমস্যার নানা সমাধান সূত্র সঠিক ভাবে পৌঁছে দেবে l
এই অ্যাপের মাধ্যমে সাইকোলজিক্যাল স্টুডেন্টরা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ইন্টার্নশিপ বুক করারও সুযোগ পাবে। ওই অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার নিয়েও একটি জনসচেতনতা মূলক আলোচনা করেন ডা: অভিষেক বসু l তিনি নতুন ক্যান্সারের ওষুধ এবং তার ব্যবহার নিয়েও চর্চা করেন। দুজন ক্যান্সার সারভাইভার পেশেন্ট তাদের মানসিক ও শারীরিক লড়াই এর কথা সকলের সামনে তুলে ধরেন l
এই অনুষ্ঠানে আর একটি আকর্ষন ছিল একটি সাইকোলজিক্যাল সিনেমা “রূপকথা”র আনুষ্ঠানিক ঘোষণা l এই সিনেমাটির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করবেন ডা : স্বপ্ননীল বোস, উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র বসু, সুমিতা বসু, পৌলমী কুন্ডু , বিতান সাহা, প্রীতা মজুমদার, স্টাইলিস্ট ও ফ্যাশান ডিজাইনার শ্রেয়া গুপ্ত, পোস্টার উন্মোচন করেন আর জে রোহিত l
সাংস্কৃতিক অনুষ্ঠান :-
১) আবৃত্তি কৃষ্ণা, আবৃত্তি :- মৌতুলী মূখার্জী, নাচ:- স্বাগতা ঘোষ
২) মহিসাষুর মর্দ্দিনী
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জী (MLA Rajarhat , Newtown), আরাত্রিকা ভট্টাচার্য্য ( councilor Rajarhat), প্রফেসর ড: মল্লিকা ব্যানার্জী, Adv স্নেহাশীষ মূখার্জী ( supreme court), ডা: অমিতাভ দে, ডা: শ্রী কৃষ্ণ মণ্ডল (HOD , Radio therapy , NRS) , উৎসব মহারাজ ( Adyapith ), সুজয় চন্দা ( Ex IPS), প্রসেনজিত চ্যাটার্জী (মিডিয়া মার্কেটিং), প্রফেসর ড: সুমনা দত্ত, ডা: সোহম পালুই, ডা: অশোক কোণার, প্রফেসর ড: সুস্মিতা হালদার, প্রফেসর ড: আকাশ মাহাতো সহ বিশিষ্টরা।