চারিদিকে বন্যা পরিস্থিতি! ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতার

0
3

ডিভিসি-র ছাড়া জলে দক্ষিণে বানভাসি। আর উত্তরেও ব্যারাজে ঠিক মতো ড্রেজিং না করায় প্লাবন। এই নিয়ে মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উৎসবের সূচনা করেও ফের কেন্দ্রে বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গেলেও পুজোর উদ্বোধন করেননি মুখ্যমন্ত্রী। জানান, ত্রাণ দেওয়া থেকে শুরু করে প্রশাসনিক স্তরে সব ব্যবস্থা নিয়েছে।কেন্দ্রকে ঠুকে মুখ্যমন্ত্রী বলেন, নেপাল থেকে ছাড়া কোশি নদীর প্রায় ৬লাখ কিউসেক জল ছাড়ায় ভাসছে উত্তর। এর আগে DVC-র ছাড়া জলে দক্ষিণবঙ্গ ভেসেছে। উত্তরের ব্যারাজ ড্রেজিং করা হয় না। তার জেরেই বানভাসি। চারিদিকে বন্যা পরিস্থিতি। মমতা (Mamata Banerjee) জানান, প্রশাসনিক স্তরে মুখ্যসচিবের মাধ্যমে ত্রাণ দেওয়া থেকে শুরু হয়েছে। দলের তরফে ত্রাণ দেওয়া হলেও, তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের নামে।মুখ্যমন্ত্রী কথায়, আমার অনেক সহকর্মী সাহায্য করেছে। পার্থ ভৌমিক প্রথম ত্রাণ সংগ্রহ করে দেন। সেটা পুলিশ সুপারকে দিয়ে ঘাটালে পাঠানো হয়েছিল। এর পর ভূতনিচকে ত্রাণ গিয়েছে। পাঠানো হয়েছে খানাকুলে। হাওড়ার ছেলেমেয়েরা উদয়নারায়ণ, আমতা-সহ বিভিন্ন অঞ্চলে ত্রাণ পাঠানো হয়েছে। কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের মধ্যে হুগলির বানভাসি এলাকায় ত্রাণ গিয়েছে। মালদহের রতুয়া-সহ বিভিন্ন জায়গায় ত্রাণ গিয়েছে। ফারাক্কা সুতি-কান্দিতে ত্রাণ যাবে। মুখ্যমন্ত্রী বলেন, এখন ড্রাই ফুড বেশি কাজে লাগে। কারণ রান্না করতে জলের সমস্যা।

মহালয়ায় অমাবস্যায় জোয়ার। ফলে গঙ্গায় জলস্ফীতি হবে। গঙ্গা সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকতে বলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেননি। কারণ এখনও পিতৃপক্ষ রয়েছে। ব্যাখ্যা করে বলেন, ”ধর্ম, শাস্ত্র – এসব আমিও কিছুটা জানি।” তবে এদিন থেকে উৎসবের সূচনা হয়ে গেল বলে তিনি। মমতার কথায়, ”আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন, মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়।”