পুজোর মুখে ফের রদবদল রাজ্য ও কলকাতা পুলিশে

0
1

পুজোর মুখেই রাজ্য ও কলকাতা পুলিশে ফের বেশ কিছু রদবদল করল রাজ্য সরকার। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন দেবেন্দ্র প্রকাশ সিং। তিনি আইজিপি ট্রাফিক পদে ছিলেন। আইজিপি ট্রাফিক হলেন গৌরব শর্মা। তিনি স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন।

অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হল পুলিশ ডায়রেক্টরেটে। এছাড়া, হাওড়া স্পেশাল রিসার্ভ পুলিশ থেকে স্পেশাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হলো পঙ্কজ কুমার দ্বিবেদীকে। কলকাতা আর্মড পুলিশের ডিসি মিস পুষ্পাকে পাঠানো হচ্ছে হাওড়ার স্পেশাল রিজার্ভ পুলিশে। কলকাতা পুলিশের কমব্যাট ব্র্যাঞ্চের ডিসি কুনওয়ার ভূষণ সিংকে পাঠানো হলো শিলিগুড়ি রিজার্ভ পুলিশে।