ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta national medical College and hospital) চক্ষু বিভাগের আউটডোরে (Eye Department) আগুন আতঙ্ক। মঙ্গলবার বিকেল নাগাদ আচমকাই বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের কর্মীরা বলছেন, চক্ষু বিভাগের আউট ধরে ইলেকট্রিকের কাজ চলছিল। শর্ট সার্কিট থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।