নারীর মনের মানুষ হয়ে ওঠা কি সহজ? চাইলেই কি মহিলা মনের অন্দরে লুকিয়ে থাকা মানুষ হয়ে ওঠা যায়? হয়তো এই সব প্রশ্নের উত্তর না মেলায় একজন নারীকে বাস্তবের প্রেমিক খুঁজতে পাড়ি দিতে হয় মানসিক জগতে। তৈরি করতে হয় আস্ত একটা হ্যালুসিনেশনের জগত। এই ব্যতিক্রমী ভাবনাকে এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন ডাক্তার স্বপ্ননীল বোস (Dr. Swapnaneel Bose)। ড্রিমব্লু ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড মিডিয়ার ( Dreamblue Creative Art & Media) প্রযোজনায় নভেম্বরেই শুরু হতে চলেছে শুটিং।
চিকিৎসক পরিচালক বলছেন, মানুষের হ্যালুসিনেশনের সাধারণত তাঁকে দুর্বল করে বলে মনে করা হয়। কিন্তু এই গল্পে একটি মেয়ে পূর্ণতা পাচ্ছেন এই জগতের বাসিন্দা হয়েই। খুঁজে পাচ্ছেন মনের মানুষ, থেকে যাচ্ছেন সেই নিজের তৈরি করা চরিত্রের সঙ্গে। এই ধরণের ভাবনা এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে তুলে ধরা হয়নি বলেই মনে করছেন অনেকে। অভিনয় করছেন সৌমিত্র বসু, সুমিতা বসু, নাট্য ব্যক্তিত্ব তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিতান সাহা, পৌলমী কুণ্ডু-সহ মঞ্চ ও টেলি জগতের নামী ব্যক্তিত্বরা। সিনেমার কাহিনী – চিত্রনাট্য লিখেছেন স্বপ্ননীল নিজেই। আগামী বছরের ডিসেম্বরে এই ছবি মুক্তি পাবে।