এ কী! কী হল হঠাৎ! অভিনেতা-সাংসদ দীপক অধিকারী তথা দেব (Dev) আর তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) স্যোশাল মিডিয়ায় সরাসরি একে অপরকে ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছেন। কারণ কী? কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মতানৈক্য? এবার কি তাহলে সম্মুখ-সমরে নামছেন তাঁরা। বৃহস্পতিবার, কী হবে? প্রবল কৌতুহল সমাজ মাধ্যমে।কারণ, মঙ্গলবার দেব ও কুণাল দুজনেই নিজেদের এক্স হ্যান্ডেলে (X-Handle) দুটি পোস্টার পোস্ট করেন। প্রথমে চ্যালেঞ্জের সুরে একটি পোস্টার (Poster) পোস্ট করেন দেব। তাতে লেখা, “বৃহস্পতিবার গিয়ে বুঝে নেব”। লেখেন, দেখা হোক।
দেখা হোক ♠️ @KunalGhoshAgain pic.twitter.com/wFkfikpO6m
— Dev (@idevadhikari) October 1, 2024
এর পরেই তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ “বৃহস্পতিবার দেবকে দেখে নেব“ বলে পোস্টার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, দেখা যাবে। খেলা হবে।
দেখা যাবে। খেলা হবে। https://t.co/VrLxy3Pmyo pic.twitter.com/gIQfAAU7jo
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 1, 2024
এই দুই পোস্টার নিয়ে তুমুল শোরগোল স্যোশাল মিডিয়ায়। এর আগে দেবের ফিল্ম, লোকসভা নির্বাচন-সহ সব মন্তব্য নিয়ে কুণালের ঠাণ্ডা লড়াইয়ের সাক্ষী বাংলা। তবে, দেবের ছবি-অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন সাংসদের মুখে। কিন্তু এবার কী হল! সাম্প্রতিক ঘটনা নিয়েও তাঁদের মধ্যে মন কষাকষি হয়নি। তাহলে চ্যালেঞ্জ কীসের! অনেকের মতে, এটা ছবির প্রোমোশন হতে পারে। কারও মতে, রাজনীতি নিয়ে খোলাখুলি কথা বলবেন দুজনে। কিন্তু তাঁদের সেই বাকযুদ্ধ (?) দেখা যাবে কোথায়? তা নিয়েও মুখে কুলুপ দুপক্ষের। মঙ্গলবার, সাংবাদিক প্রশ্নের জবাবেও কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, দেখলাম দেব লিখেছে বুঝে নেব। আমিও তাই বললাম দেখে নেব। এর বেশি ভাঙতে চাননি কুণাল। এই গুরুবারের চ্যালেঞ্জ নিয়ে কৌতুহল তুঙ্গে।