হাসপাতালে সিসিটিভি বসানোর সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, আগেই হবে: জানাল রাজ্য

0
2

১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ হয়ে যাবে। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জে বি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানিতে জানাল রাজ্য। এদিন শীর্ষ আদালতের তরফ থেকে হাসপাতালে সিসিটিভি, সিকিউরিটি, বায়োমেট্রিকের ব্যবস্থা অগ্রগতি নিয়ে রাজ্যকে প্রশ্ন কর হয়। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, সিসিটিভি, সিকিউরিটি, বায়োমেট্রিকের ব্যবস্থা কতদূর? এর উত্তরে রাজ্যের আইনজীবী জানান, কাজ এগোচ্ছে। আরও কিছু সময় লাগবে। রাজ্যে বন্যা পরিস্থিতি, সেই কারণে কাজ কিছুটা থমকে গিয়েছে। শীর্ষ আদালতের তরফে ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাসপাতালে সিসিটিভি বসানো, শৌচালয় নির্মাণ ও নিরাপত্তার দিকটা দ্রুত শেষ করতে। এদিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চায়, সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে। রাজ্যের আইনজীবী জানান, ১৫ অক্টোবরের মধ্যে ২৮টি হাসপাতালে সিসিটিভি বসানো, শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ হয়ে যাবে।

এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান, মোট ৬১৭৮টি সিসিটিভি ইতিমধ্যে ২৬% বসানো হয়েছে। বাকি ১০ অক্টোবরের মধ্যে হয়ে যাবে। টেন্ডার, কাজের প্রক্রিয়া, বন্যা পরিস্থিতি ও তহবিলের জন্য বিলম্বিত হচ্ছে। আর জি কর হাসপাতালে ডিউটি রুমের টেন্ডার হওয়ার পরে কাজ থমকে রয়েছে। সিবিআই ছাড়পত্র দিলে কাজ শুরু করা যাবে।

আইনজীবীর কথা শুনে রাজ্যকে সিসিটিভি বসানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নির্দেশ দেন, যাতে ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ হয় তা রাজ্যকে নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন- উৎসবের দিনগুলিতে মন্ত্রী সহ জনপ্রতিনিধিদের বন্যা দূর্গতদের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর