রাত পোহালে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। তার আগেও কাঠুয়াতে (Kathua) জারি সেনা জঙ্গি গুলির লড়াই। দুই জঙ্গিকে নিকেশ করা গেলেও প্রাণ গেল কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলের (Head Constable)। তবে প্রাণ যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত জঙ্গিদের সঙ্গে লড়াই জারি রাখেন লড়াই।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার (Kathua) মান্ডলি (Mandli) গ্রামে তিন থেকে চার জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় পুলিশ ও সেনার গুপ্তচরেরা। সেই মতো রবিবার থেকে শুরু হয় জোর তল্লাশি। তার মধ্যেই জঙ্গিদের তরফ থেকে গুলি চললে পাল্টা গুলি চালায় সেনা ও পুলিশ। এরই মধ্যে গুলিতে আহত হন হেড কনস্টেবল বসির আহমেদ (Bashir Ahmed)। কিন্তু মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান তিনি। তাঁরই গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির।
বসির আহমেদের (Bashir Ahmed) মৃত্যুতে রবিবার রাতেই তাঁকে সেনা ও কাশ্মীর পুলিশের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়। তবে রবিবার রাত পেরিয়ে সোমবারও জারি কাঠুয়ার মান্ডলিতে সেনা-জঙ্গির গুলির লড়াই। সেনা সূত্রে জানা যায়, গুলির লড়াইতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। মঙ্গলবার কাশ্মীরে শেষ দফার নির্বাচন (third phase election)। তার আগে রবিবার শেষ হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারও। তবু শেষ হয়নি নাশকতার আতঙ্ক।