সামনেই ২০২৫ আইপিএল-এর বড় নিলাম। মেগা নিলামের বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা ভালো বিদেশি ক্রিকেটারদের জন্য বড় পদক্ষেপ নিল বিসিসিআই। আইপিএলের মূল নিলাম এড়িয়ে ছোট নিলামে অংশ নেওয়ার প্রবণতা রয়েছে বিদেশি ক্রিকেটারদের একাংশের মধ্যে। নিলামে বেশি টাকা পাওয়ার আশায় এই পরিকল্পনা নিয়ে থাকেন তাঁরা। এই প্রবণতা বন্ধ করতে এবার নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই । জানা যাচ্ছে, ক্রিকেটারদের এই প্রবণতা বন্ধ করতে আইপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধ করেছিল ফ্র্যাঞ্চাইজি গুলি। সে জন্য আনা হয়েছে নতুন নিয়ম।
জানা যাচ্ছে, যে নিয়ম আনতে চলেছে বিসিসিআই, সেখানে বলা হচ্ছে, যে বিদেশি ক্রিকেটারেরা এবারের মূল নিলামে নাম নথিবদ্ধ করাবেন না, তাঁরা পরের বছরের নিলামেও অংশগ্রহণ করতে পারবেন না। ফলে থাকবে না খেলার সুযোগও। শুধু তাই নয়, ছোট নিলামে একজন বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ কত টাকা পাবেন, তাও ঠিক করে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি গুলি সর্বোচ্চ ১৮ কোটি টাকা দিয়ে একজন ক্রিকেটারকে এ বার ধরে রাখতে পারবে। এমনটাই বলা হয় নতুন নিয়মে। তারমানে এই ১৮ কোটি টাকা এবং এবার পূর্ণ নিলামে সব চেয়ে দামি ক্রিকেটারের দাম দেখা হবে। যদিও তাঁর দর উঠার ক্ষেত্রে বাধা নেই। তবে অতিরিক্ত টাকা যাবে বিসিসিআইয়ে তহবিলে।
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে নজির জাদেজার