নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পেয়ে নিজেকেই বিয়ের সিদ্ধান্ত। বর ছাড়া বিয়ের সেই ভিডিও দিতেই ইন্টারনেটে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন ২৬ বছর বয়সী মহিলা টিকটকার কুবরা আইকুত। তবে তাঁর টিকটকে মজে থাকা ভক্তদের মন ভেঙ্গে মাত্র ২৬ বছর বয়েসে আত্মহত্যার পথ বেছে নিলেন তুরস্কের এই টিকটকার। তুর্কি গণমাধ্যম সুত্রে খবর, তুরস্কে নিজের অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে পড়ে মারা গিয়েছেন ২৬ বছর বয়সী টিকটকার কুবরা আইকুত। মৃতদেহের পাশে মিলেছে সুইসাইড নোট।
ইতিমধ্যে মৃত্যুর তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার নিজের শহরে যেখানে তার বাবা-মা থাকেন সেখানে তার শেষকৃত্যের আয়োজন করা হবে। বেশ কয়েকজন টিকটক তারকা ও ভক্তরা তাঁদের প্রিয় টিকটকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে অংশ নেবেন বলে জানিয়েছেন। টিকটকে এক মিলিয়নেরও বেশি এবং ইনস্টাগ্রামে ২ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে কুবরা আইকুতের।
২০২৩ সালে সঙ্গী ছাড়াই ঘটা করে বিয়ের আয়োজন করার পরে আইকুট টিকটকের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। নিজেকে নিজের করা বিয়েতে তিনি একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন। এই বিয়ের কারণ হিসাবে তিনি বলেন,”নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছি না।”