তিস্তা ব্যারেজ পরিদর্শনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ

0
1

গতবছর উত্তর সিকিমে গ্লেসিয়ার বিপর্যয়ের কারণে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ব্যাপক ক্ষতির সামনে পড়েছিল গাজলডোবার তিস্তা ব্যারাজ।পাহাড় থেকে বিপুল পরিমাণ পলি মাটি নেমে আসায় স্বাভাবিক গভীরতা হারিয়েছিল তিস্তা।শুধু তাই নয় জলের তোড়ে ভেসে আসা বড় বড় গাছের গুঁড়ির আঘাতে ব্যাপক ক্ষতি হয় ব্যারাজের।রবিবার সেই গজলডোবা তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।এদিন তিনি দ্রুত নদী সহ ব্যারাজকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

এদিন বেলা আড়াইটে নাগাদ জলপাইগুড়ির গজলডোবায় তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন রাজ্যের মুখ্য সচিব। তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।পাহাড় ও  সমতলে টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে তিস্তায়। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। তাই এই পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন খোদ মুখ্যসচিব।