গার্ডেনরিচে রিকশায় স্কুলছাত্রীকে যৌ.ন নি.গ্রহ! CCTV-র ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত

0
1

গার্ডেনরিচে ১০ বছরের স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল রিকশা চালকের বিরুদ্ধে। রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রিকশা চালক গৌতম বসু (Goutam Basu) মেটিয়াবুরুজের বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা হয়েছে শিশু সুরক্ষা পকসো আইনেও।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ রিকশায় চেপে বটতলা থেকে নট বেহারি মোড়ের স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। তখনই ৫৮ বছরের রিকশা চালক গৌতম বসু তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বালিকাকে আপত্তিজনকভাবে স্পর্শ করেছে ওই রিকশা চালক (Rickshaw Puller)। গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয় গার্ডেনরিচ থানার পুলিশ (Police)। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমেই বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড় পর্যন্ত এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজের ভিত্তিতে রাতেই গ্রেফতার হয় অভিযুক্ত। তার রিকশাটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম