গতকাল ভয়াভয় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ১৯ বছরের প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার মুশির খান। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই। আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি। মুশিরের সঙ্গে ছিলেন তাঁর বাবা নৌশাদ খানও। তবে এখন তিনি সুস্থ। ফিরে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি।

এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় মুশির বলেন, “প্রথমেই আমি নতুন জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি এখন সুস্থ আছি। আমার বাবাও সঙ্গে ছিলেন। বাবাও সুস্থ আছেন। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাই।” ভিডিওয় পাশে ছিলেন মুশিরের বাবা নৌশাদ খান। তিনি বলেন, “আমিও ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যে সকল বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। সেই সঙ্গে মুম্বই ক্রিকেট সংস্থা ও বিসিসিআইকে ধন্যবাদ জানাই। তারা আমাদের দেখভাল করেছেন। ভবিষ্যতে কী হবে, সেটা তারাই জানাবেন। আমরা ধৈর্য্য ধরছি। যা পেয়েছি তার জন্যই আমরা কৃতজ্ঞ। এটাই জীবন।”
আরও পড়ুন- বিএফসির কাছে হেরে কী বললেন বাগান কোচ মোলিনা?





 
 
 
 




































































































































