ইজরায়েলের বিমান হামলায় হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছে, তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে রবিবার নাসরাল্লার উত্তরসূরির নাম ঘোষণা করল জঙ্গি সংগঠনটি। হিজবুল্লার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সফিউদ্দিন হল নতুন প্রধান। রবিবারই নাসরাল্লার উত্তরসূরি হিসাবে হাশেম এর নাম ঘোষণা করে জঙ্গি সংগঠনটি।
শনিবার ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে,”হিজবুল্লার সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন। যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মনে তিনি অমর হয়ে থাকবেন।” এবার সেই নাসরাল্লার জায়গায় এলেন হাশেম সফিউদ্দিন।
হাসান নাসরুল্লাহ প্রধান থাকাকালীন সময় সাফিউদ্দিন হেজবোল্লার নির্বাহী কাউন্সিলের প্রধান ছিল। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করাই ছিল তাঁর কাজ। পাশাপাশি নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত সে। অন্যদিকে জিনাব সোলেইমানির শ্বশুর হিসেবে ইরানের সরকারের সঙ্গেও তার সম্পর্ক গভীর। তবে ২০১৭ সালে হাশেমকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করে আমেরিকা। পাশাপাশি সৌদি সরকারের কালো তালিকাতেও রয়েছে এই হাশেম।