দিনের পরে এবার পিছলো সময়! সুপ্রিম কোর্টে সোমবার দুপুরে আর জি কর মামলার শুনানি

0
1

এর আগে পিছিয়ে ছিল শুনানির দিন। আর জি কর মামলার শুনানির কথা ছিল ২৭ সেপ্টেমর। সেটা পিছিয়ে হয়েছে ৩০ তারিখ। এবার সকাল থেকে পিছিয়ে শুনানির সময় হল দুপুর ২টোয়। সোমবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে ৪২ নম্বরে মামলাটি উঠবে। আগের মতোই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। মামলায় প্রায় ৪২টি পক্ষ। নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি।আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০ অগাস্ট প্রথম শুনানি হয়। তার পর থেকে চার বার মামলাটি শুনানির জন্য ওঠে। তালিকার প্রথমেই স্থান পায় এবং সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। কিন্তু সোমবার সেই সময়ের পরিবর্তন হল। দুপুরে ২টোয় আর জি কর মামলাটি শুনবে আদালত।গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি না থাকায় সেটি পিছিয়ে যায়। পরিবর্তে ১৭ তারিখ শুনানি হয়। পরবর্তী শুনানির দিন ছিল ২৭ সেপ্টেম্বর। কিন্তু রাজ্যের আইনজীবীর সমস্যায় সেই শুনানি পিছিয়ে যায়। সোমবার শুনানির দিন স্থির হয়েছে। সোমবার মামলা কোন দিকে গড়ায় সেটাই দেখার।