আচমকা আরজি করে পুলিশ কমিশনার মনোজ বর্মা! কিন্তু কেন?

0
1

রবিবার ফের আরজি কর হাসপাতাল পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ১০ দিনের ব্যবধানে ফের আরজি কর হাসপাতালে যান তিনি। নিরাপত্তা বৃদ্ধিতে কোথায় কেমন জোর দেওয়া হবে, সব পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগ ও প্রসূতি বিভাগেও ঢুকতে দেখা যায় পুলিশ কমিশনারকে। যে ঘরগুলিতে গত ১৪ আগস্ট ভাঙচুর করা হয় সেখানকার অবস্থাও খতিয়ে দেখেন তিনি।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন মনোজ। সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেয়। আরও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয়। ১৯ সেপ্টেম্বর সে সব বিষয়ই খতিয়ে দেখেন কলকাতার নতুন সিপি। তার পর আরজি করের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এদিন প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি জরুরী বিভাগে কাটান।

আরও পড়ুন- উৎসবের আবহে দুর্গতদের ভুললে চলবে না: প্রশাসনিক আধিকারিকদের বার্তা মুখ্যমন্ত্রীর