ফিরহাদকে ফোন করে ভূতনির বানভাসিদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
1

টানা বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের বহু জায়গা জলে ভাসছে। যদিও দুর্গতদের নিরাপদ জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে প্রথম থেকেই তৎপর। শনিবার মালদহের মানিকচকের পরিস্থিতি খতিয়ে দেখতে যান কলকাতা কর্পোরেশনের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি যখন সেখানে পৌঁছান, সেই সময় তাকে ফোন করে  সোখানকার পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর মন্ত্রীর ফোনের লাউড স্পিকারে বানভাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,  আসলে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা ও বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙ্গন রোধের কাজ করতে পারিনি। টানা কয়েকদিনের বৃষ্টি জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গার। বন্যা কবলিত মালদহের মানিকচক ভূতনিবাসির পাশে আমি রয়েছি। আমাদের সরকার আপনাদের সর্বত্রভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়াও আপনাদের যে কোনও সমস্যার কথা জেলাশাসক ও পুলিশ সুপারকে জানান। বানভাসিরা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয়, পর্যাপ্ত ত্রাণ পায় সেজন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ডিএম ও এসপিকে।

শনিবার মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি  ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকা।দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।