ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থার বেআব্রু হওয়ার চিত্র উঠে আসছে বারবার। যোগীর রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলি দেওয়ার ঘটনায় শোরগোল তুঙ্গে। আর এর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর এক ঘটনা। এবার BJP শাসিত বিহারের (Bihar) এক সরকারি স্কুলেই বসল মদের আসর। শুধু তাই নয়, সেই আসরে চলল অর্ধনগ্ন নর্তকীদের চটুল নাচ। তাঁদের অশ্লীল নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে জালাই থানার অন্তর্গত সরকারি স্কুলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভোজপুরি গানে চার মহিলা চটুল নৃত্য পরিবেশন করছেন। সঙ্গে চলছে অশ্লীল অঙ্গিভঙ্গি। আর তাদের ঘিরে ধরে নাচ করছেন কিছু মত্ত লোক। সূত্রের খবর, Video-তে মত্ত অবস্থায় যেসব লোকেদের দেখা গিয়েছে তাঁরা এলাকার এক বিয়েতে আসা বরযাত্রী। সেই জন্য তাঁরা স্কুলে রাত কাটাতে এসেছিলেন। আর তাঁদের মনোরঞ্জনের জন্যেই দিতেই ওই আসরের আয়োজন করা হয়েছিল।
বিহারের (Bihar) সরকারি স্কুলে এই ঘটনা প্রকাশে আসতেই ছিঃ ছিঃ রব এলাকায়। ইতিমধ্যে এলাকার কয়েকজন বাসিন্দা প্রশ্ন তুলেছে, শিক্ষা দফতর কীভাবে স্কুলে এমন অনুষ্ঠানের অনুমতি দিল? অন্যদিকে জালাই থানার ইনচার্জ মমতা কুমারী বলেন, “পুলিশ এ ধরনের কোনও অনুষ্ঠানের অনুমতি দেয়নি। ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি।”










 
 
 
 

Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































