এবার আইপিএল খেললে আরও টাকা পকেটে পুড়বে ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহর

0
3

২০২৫ আইপিএল-এর বড় চমক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেললে আরও টাকা পকেটে পুড়বে বিরাট কোহলি-রোহিত শর্মারা। আসন্ন আইপিএল থেকে চুক্তির টাকা ছাড়াও ম্যাচ ফি পাবেন ক্রিকেটারেরা। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ।

এদিন সোশ্যাল মিডিয়ায় জয় শাহ লেখেন, “ আইপিএলে ধারাবাহিকতা উদযাপন করতে এবং অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি উত্তেজিত! একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচে খেললে চুক্তির উপরে ১.০৫ কোটি টাকা পাবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই খাতে ১২.৬০ লাখ টাকা অনুমোদন করবে। আইপিএলের ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগ শুরু হতে চলেছে।”

এতদিন নিলামের মাধ্যমে ক্রিকেটারদের কিনত ফ্র্যাঞ্চাইজিগুলি। যত টাকা দিয়ে দল কিনত প্রতি বছর তত টাকাই পেতেন ওই ক্রিকেটার। ম্যাচ খেলার জন্য আলাদা করে কোনও টাকা দেওয়া হত না। তবে এ
বার থেকে সেটাই চালু হতে চলেছে। জয় শাহ ঘোষণা অনুযায়ী প্রত্যেক ক্রিকেটার ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজি তাঁকে যত দাম দিয়েই কিনুক না কেন, ম্যাচ ফি সবার ক্ষেত্রে একই হবে।

আরও পড়ুন- আগামিকালও কি কানপুরে বৃষ্টি? কি বলছে আবহওয়া ?