দক্ষিণের প্লাবিত অঞ্চল পরিদর্শনের পরে উত্তরের ধস-বৃষ্টিতে বিপর্যস্ত দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, দুপুর বাগডোগরা বিমানবন্দর পৌঁছবেন তিনি। সেখান থেকে যাবেন শিলিগুড়ি (Siliguri)। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। তবে, নবান্ন সূত্রের খবর, এই সফরে পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই মুখ্যমন্ত্রীর।
রবিবার, শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সোমবারই কলকাতায় (Kolkata) ফিরবেন তিনি। ওইদিন বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে।
ডিভিসি-র জল ছাড়ায় ম্যান মেড বন্যা দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চল প্লাবিত। লাগাতার জলের মধ্যে হেঁটে সেই সব জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে ত্রাণ বিলি করেন। এবার উত্তরের বিপর্যয় দেখতে যাচ্ছেন তিনি। টানা বৃষ্টিতে উত্তরের পাহাড় থেকে সমতল। তিস্তা-সহ অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়তে হচ্ছে। শুক্রবার রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি, নন্দনপুর গ্রামে যান মহকুমা শাসক-সহ অন্য আধিকারিকেরা।
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার সেখানে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। ধস ও খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই মমতার (Mamata Banerjee)। পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সোমবারই কলকাতায় ফিরে আসবেন।










 
 
 
 






























































































































