বিশ্বমঞ্চে পাকিস্তানকে কাঠগড়ায় তুলল ভারত(India targeted Pakistan in Kashmir Issue)। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে খোঁচা দেওয়ার চেষ্টা করতেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pakistan Prime Minister Shehbaz Sharif) কটূক্তির পাল্টা জবাব দিল নয়া দিল্লি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে দেশের প্রতিনিধি ভাবিকা মঙ্গলনন্দন (Bhavika Mangalanandan) পাকিস্তান প্রসঙ্গ উঠতেই দৃপ্ত কণ্ঠে বলেন, এমন এক দেশকে নিয়ে কথা হচ্ছে যা পরিচালনা করে সেনা এবং সেই দেশের পরিচিতি সন্ত্রাসকে মদত দেওয়ার জন্য। তাঁর এই একটা মন্তব্যেই কার্যত চুপ হয়ে যান শাহবাজ।
২০০১ সালে সংসদ হামলা থেকে ২০০৮ সালের মুম্বই হামলা পাকিস্তানের মদতে ভারতে হওয়া জঙ্গি হামলার কথা উল্লেখ করে ভাবিকা সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন। ওসামা বিন লাদেনের মতো অপরাধীকে আশ্রয় দেওয়ার কথা তুলেও পড়শি রাষ্ট্রকে খোঁচা দেন। এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে শরিফ দাবি করেন, ভারত জম্মু ও কাশ্মীরে ‘একতরফা’ ও ‘বেআইনি’ কার্যকলাপ চালায়। উদাহরণ হিসেবে তিনি ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ তোলেন। পাক প্রধানমন্ত্রীর এই দাবীকে নস্যাৎ করে ভাবিকা শুরুতেই বলেন, “আমরা এমন এক দেশকে নিয়ে কথা বলছি যা সেনা চালায় এবং যা সন্ত্রাসের জন্যই সারা বিশ্বে পরিচিত। এমন দেশ যেখানে ওসামা বিন লাদেন আশ্রয় নিয়েছিল। এমন এক দেশ যার আঙুলের ছাপ বিশ্বের সব জঙ্গি হামলায় রয়েছে।” তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন যে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া সম্ভব নয়। ইসলামাবাদ যেভাবে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি হামলায় মদত দিয়ে চলেছে তাতে গোটা বিশ্বের কাছে পাকিস্তানের আসল চরিত্রটা ধরা পড়ে গেছে। তাই সন্ত্রাসবাদের সঙ্গে ভারত কোন আলোচনা করবে না।