আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। আজ মরশুমের প্রথম ঘরের মাঠ যুবভারতীতে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ এফসি গোয়া। চলতি আইএসএলে এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের। প্রথম দু’টি ম্যাচ খেলতে হয়েছে বাইরের মাঠে। বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’টি ম্যাচেই হেরেছে কার্লোস কুয়াদ্রাতের দল। ঘুরে দাঁড়ানোর লড়াই এবার ঘরের মাঠে। শুক্রবার সামনে গোয়া।
ঘরের মাঠে সমর্থকদের সামনে ইস্টবেঙ্গল আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে গোয়ার বিরুদ্ধে দিমিত্রিয়স দিয়ামানতাকোস চোটের জন্যে নেই। ম্যাচের আগে কোচ কুয়াদ্রাত বলে দিলেন, ‘‘দিমির পেশির চোট। ঝুঁকি এড়াতে ওকে আমরা এই ম্যাচে বিশ্রাম দেব।’’ অস্বস্তি আরও বেড়েছে দলের সেরা বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপোর ডেঙ্গি ধরা পড়ায়। জ্বর কমলেও শারীরিক দুর্বলতার কারণে গত তিন দিন অনুশীলনে নামতে পারেননি স্প্যানিশ মিডিও। এই নিয়ে কুয়াদ্রাত বললেন, ‘‘সাউলকে শুক্রবার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
টানা ম্যাচ হেরে চাপ যে বাড়ছে তা স্বীকার করে নিয়ে কুয়াদ্রাত বললেন, ‘‘শুরুটা ভাল হয়নি। চাপ তো থাকবেই। তাছাড়া সব ম্যাচের আগেই চাপ থাকে। এই ম্যাচের আগেও রয়েছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ভাল মানের বিদেশির পাশাপাশি বেশ কিছু তরুণ ভারতীয় ফুটবলার রয়েছে দলে। সকলের মধ্যে বোঝাপড়াটা প্রয়োজন। দলে কয়েকজনের চোট রয়েছে। গোয়ার বিরুদ্ধে ফিট কতজন ফুটবলারকে পাব, সেটা ম্যাচের আগে বুঝতে পারব।’’
এদিকে ফুটবলার মাদিহ তালাল বললেন, ‘‘আমাদের দলটা নতুন। মানিয়ে নিতে সময় লাগবে। তবে গোয়ার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী।’’
আরও পড়ুন- কেকেআরের নতুন মেন্টর DJ ব্রাভো