রানাঘাটে ১১২ ফুট দুর্গাপুজোর অনুমতি মিলল না,বেঁকে বসলেন জেলাশাসকও

0
2

রানাঘাটে ১১২ ফুট দুর্গাপুজোর অনুমতি মিলল না।হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আদৌ এতবড় দুর্গা করা যাবে কিনা তার সিদ্ধান্ত নেবেন জেলাশাসক। কিন্তু শুক্রবার অনুমতি দিলেন না নদিয়ার জেলাশাসক।জেলাশাসক জানান, বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাট এসডিও এই আবেদন বাতিল করেছে। তাই, হাইকোর্টই সিদ্ধান্ত নেবে ১১২ ফুট প্রতিমা পুজোর ভাগ্য।বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ উদ্যোক্তাদের অতিরিক্ত হলফনামায় জানাতে নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্যোক্তাদের যুক্তি কী? জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে বারোটায় পুজোর অনুমতি মামলার পরবর্তী শুনানি।

এই পুজো নিয়ে প্রথম জলঘোলা শুরু হয়েছে।কয়েক বছর আগে কলকাতার দেশপ্রিয় পার্কের ‘বড় দুর্গা’ কোন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছিল তা আমরা দেখেছি।একটি পুজোর জন্য আরও অন্যান্য পুজো সমস্যায় পড়েছিল।এবারেও বিদ্যুৎ দফতর জানিয়েছে, ওই পুজো কমিটি প্রতিদিন ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছে। কিন্তু প্যান্ডেলের যে আয়তন তাতে প্রকৃতপক্ষে ২০-২৫ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এত পরিমাণ বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়।

দমকল ও জরুরি বিভাগ আরও একধাপ এগিয়ে জানিয়েছে, ২০২৩ সালের পুজো এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে। তা উদ্যোক্তারা জমা করতে পারেননি বলে আবেদন বাতিল হয়েছে। রানাঘাট পুলিশ, এমনকী জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

এরই পাশাপাশি, এত বড় দুর্গা হওয়ায় কেবললাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।১২ ফুট রাস্তার জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।প্রতিমার তুলনায় তা খুবই সংকীর্ণ। তা ছাড়া পুজোর পরে বিসর্জনের সময় এলাকা দিয়ে ওই প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব নয়।