ফের অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mandol)। বুধবার শিয়ালদহ কোর্ট থেকে জেলে ফেরার সময়ে আচমকা অসুস্থ বোধ করেন। প্রিজন ভ্যানে ওঠার সময়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তারপরেই অভিজিৎকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে (Jail Hospital) নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।আরজি কর কাণ্ডে নাম জড়ানোর পর CBI অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mandol) তলব করেছিল। সে সময় ৫সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপের উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি। যদিও ভর্তি হওয়ার আর্জি জানিয়ে দিনভর উত্তর থেকে দক্ষিণ কলকাতার অন্তত পাঁচটি বেসরকারি হাসপাতাল ঘুরতে হয় তাঁকে। অবশেষে দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তার কয়েক দিন পরেই গ্রেফতার করা হয় অভিজিৎকে। বুধবার রাতে অসুস্থ বোধ করার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আর জি করের ধর্ষণ ও খুনের মামলায় বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিন তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। তবে তাঁদের বিরুদ্ধে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার তথ্য লোপাট-সহ সিবিআইয়ের করা একাধিক অভিযোগ রয়েছে। ফলে অবশ্য সন্দীপ-অভিজিৎ দুজনেরই জামিনের আর্জি খারিজ করে দেয় শিয়ালদহ আদালত। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.