পঞ্চায়েত ব্যবস্থা সরাসরি নিয়ন্ত্রণে কেন্দ্রের উদ্যোগের তীব্র বিরোধিতা বিমানের

0
3

কেন্দ্রীয় সরকার রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ করছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সম্প্রতি নয়া দিল্লিতে  সারাভারত অধ্যক্ষ সম্মেলনে লোকসভার অধ্যক্ষ মারফত এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। ওই সম্মেলন থেকে ফিরে আজ বিমান বাবু বিধানসভা ভবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের অনুষ্ঠানে যোগ দেন। এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে তিনি বলেন, ওই প্রস্তাব বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার একটি আইন প্রণয়নের কথাও ভাবছে।

তবে তিনি এবং বেশ কয়েকটি রাজ্যের অধ্যক্ষ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে । এর মধ্যে কয়েকটি বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘পঞ্চায়েত সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। লোকসভার স্পিকার তা  কনফারেন্সে প্রস্তাব করেন। আমি সেখানে আপত্তি জানিয়েছি। কেন্দ্র সরাসরি রাজ্যকে বাদ দিয়ে কাজ করতে চায়। ওরা রাজ্যের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। এই সব তার পরিকল্পনা। পঞ্চায়েত ব্যবস্থা আমাদের রাজ্যের অধীনে অত্যন্ত ভাল ভাবে চলছে।’

অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ নিয়েও অধ্যক্ষ সম্মেলনের মঞ্চে সরব হয়েছেন বলেও অধ্যক্ষ জানিয়েছেন। তাঁর অভিযোগ, ‘আস্তে আস্তে আমাদের রাজ্যে বাংলায় নানা প্রভাব খাটাতে চাইছে। রাজ্যের নানা ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোর উপর আঘাত। এবার না কোনও দিন বলে বসে বিধানসভা পরিচালনা করবে কেন্দ্র। এমএলএ, এমপি আমাদের বাংলায় কীভাবে কাজ করবে। বাংলায় কথায় কথায় তাদের বাড়িতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এরা কাজ করবে কী করে? এরা তো সবাই আতঙ্কে থাকছে। মানুষের জন্য ভয় ভীতিহীন ভাবে কী করে কাজ করবে। আমাদের বিধানসভায় এটা বেশি করে হচ্ছে। এটা যথাযথ নয়।’