অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চূড়ান্ত মেধাতালিকা। হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের এই মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রায় ১৩৯৫০ জনের নামের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই মতো দ্রুত তা শুরু হবে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন বলে জানানো হয়েছে। এদিন প্যানেল প্রকাশিত হয়েছে ১৩৯৫৯ জনের তালিকা। এরমধ্যে তালিকাভুক্ত রইছে ৮৯৪৫ জন চাকরিপ্রার্থী। আর ওয়েটিং লিস্টে রয়েছে ৫০১৪। বৃহস্পতিবার বা শুক্রবারই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি।
আরও পড়ুন- কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি, বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শনে মন্তব্য রচনার









































































































































