বোলপুরে ফিরেই পার্টি অফিসে অনুব্রত, জেলার দায়িত্ব থাকছে কোর কমিটির হাতেই

0
1

তিহার থেকে ছাড়া পেয়ে নিজের জায়গায় ফেরার পরের দিনই তৃণমূল কার্যালয়ে গেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। প্রায় ১৮ মাস পর বোলপুরের ফিরেছেন ‘কেষ্ট’। সূত্রের খবর, এখন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন তিনি। কিন্তু তা সত্ত্বেও বুধবার দলীয় কার্যালয় অনুব্রত। তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল নেতা আবদুল মান্নান-সহ শতাধিক কর্মী সমর্থক ও অনুগামীরা। অনুব্রত যাওয়ার আগেই রাতারাতি বদলে গিয়েছে জেলা তৃণমূল কার্যালয়ের ছবিটা। কার্যালয় জুড়ে অন্য ছবি সরিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে তাঁর ছবি। তবে, তৃণমূল (TMC) সূত্রে খবর, এখনই দলীয় স্তরে কোনও রদবদল হচ্ছে না। বীরভূমের (Birbhum) দায়িত্ব থাকছে কোর কমিটির হাতেই।বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) পা রাখার পরেই জল্পনা ছিল, কবে তিনি যাবে দলীয় কার্যালয়ে। কারণ, ২০২২-র ১১ অগাস্ট গ্রেফতার হওয়ার পরেও অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে অপসারণ করেনি তৃণমূল। তবে, তাঁর গ্রেফতারির পর জেলা দায়িত্বে একটি কোর কমিটি গঠন করে দেয় শীর্ষ নেতৃত্ব। এদিকে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে খাঁ খাঁ করত বোলপুরের তৃণমূল পার্টি অফিস। তবে, এদিন পার্টি অফিস চত্বর অনুগামীদের আনা গোনা ছিল চোখে পড়ার মতো। অফিসের বাইরে গাড়ির লাইন।তবে, তৃণমূল সূত্রে খবর, জেলায় দলীয় কাঠামো কী হবে, সে বিষয়ে শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, এখন যেমন চলছে, তেমনই চলবে। দলের তরফ থেকে এখনই কোনও রদবদলের কথা জানানো হয়নি। কুণালের অভিযোগ, বীরভূমে শাসকদলকে হারাতেই ষড়যন্ত্র করেছিল বিজেপি। কিন্তু সব চক্রান্ত ব্যর্থ করে বিপুল ভোটে বীরভূমে জয়ী হয়েছে তৃণমূল।