রানাঘাটের একটি ক্লাবকে দুর্গাপুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। আর তার কারণ রানাঘাটের ওই ক্লাবটি এবার ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে, যা আগে কখনও দেখা যায়নি। সেই কারণে দুর্ঘটনার আশঙ্কায় অনুমতি দিচ্ছে না পুলিশ।অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। কিন্তু সেই মামলাতে এ বার জেলাশাসককে সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে নদিয়ার জেলাশাসককে ১১২ ফুটের দুর্গাপ্রতিমা নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে জেলাশাসককে।তিনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর ভিত্তি করে পরবর্তী শুনানি হবে।রানাঘাটের কামালপুর এলাকাযর অভিযান সংঘ নববর্ষের পর থেকেই দুর্গাপুজোর আয়োজন শুরু করে দিয়েছিল। সেই পুজো প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তবে এখন পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তার ফলে সমস্যায় পড়েছেন উদ্যোক্তারা।
অনুমতি না দেওয়া প্রসঙ্গে পুলিশের যুক্তি খুব স্পষ্ট। তাদের বক্তব্য, এত বড় দুর্গা প্রতিমা হলে স্বাভাবিক ভাবেই তা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করবেন। ফলে সেক্ষেত্রে পদ পিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই পুলিশ প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না। এখন দেখার জেলাশাসক কি সিদ্ধান্ত নেন।