বিরাট-রোহিত নন, বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের এই ক্রিকেটারের দিকে নজর অস্ট্রেলিয়ার

0
1

সামনেই বর্ডার গাভাস্কর ট্রফি। নভেম্বরে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। এই সিরিজ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। এমনকি এই সিরিজ নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। তিনি নজর রাখছেন ভারতের ম্যাচের দিকে। ভারতের মাটিতে চলছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজের দিকে নজর রাখছেন কামিন্স। জানালেন বিশেষ করে নজর রাখছেন ঋষভ পন্থের দিকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন কামিন্স।

এদিন এক সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে কামিন্স বলেন, “প্রত্যেক দলেই এক বা দু’জন এমন ক্রিকেটার থাকে যারা খেলার ছবি বদলে দেয়। আমাদের দলে ট্রেভিস হেড ও মিচেল মার্শ ও রকম ক্রিকেটার। ভারতের ঋষভ পন্থও একই রকম। আক্রমণাত্মক খেলে। চাপের মধ্যেও ভয়ডরহীন ক্রিকেট খেলে। প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়।” এখানেই না থেমে কামিন্স আরও বলেন,” অস্ট্রেলিয়ার মাটিতেও পন্থ ভাল ইনিংস খেলেছে। তাই ওকে নিয়ে আমরা সতর্ক থাকছি। সামনের সিরিজে কীভাবে পন্থকে আটকানো যায় সেই পরিকল্পনা করছি। এবার ওর ব্যাট চলতে দেওয়া যাবে না।”

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন পন্থ। ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শতরান করেন পন্থ।

আরও পড়ুন- রাহুল দ্রাবিড়-গম্ভীরকে কি নামে ডাকেন অশ্বিন? জানালেন নিজেই