উঠে বসেছেন ‘বাঞ্ছারাম’, শারীরিক অবস্থার উন্নতি

0
1

অচৈতন্য অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে (Manoj Mitra)। সোমবার সকালটা উদ্বেগের মধ্যে কাটলেও রাত থেকে অবস্থার উন্নতি। মঙ্গলবার দুপুরে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে সুখবর শোনালেন তাঁর ভাই সাহিত্যিক অমর মিত্র (Amar Mirta)। নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টে একথা জানান তিনি।এই নিয়ে চলতি বছরে তিনবার মনোজ মিত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমবার ভর্তি করানো হয় জুলাই মাসে। তখন পেসমেকার বসে। এর পর ৩০ অগাস্ট তাঁদের আরেক ভাই মারা যান। সে দিনই ফের হাসপাতালে (Hospital) ভর্তি করতে হয় প্রবীণ অভিনেতাকে। আর গত শুক্রবার ফের বুকে ব্যথা, শ্বাসকষ্টের কারণে তাঁকে ভর্তি করানো হয় ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে।এরই মাঝে অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর রটায় খুবই বিরক্ত হন তাঁর মেয়ে ময়ূরী মিত্র এবং ভাই অমর মিত্র। ভুয়ো খবর প্রসঙ্গে অভিনেতার ভাই জানিয়েছিলেন, “মনোজ মিত্রর (Amar Mirta) মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে তিনি বেঁচে রয়েছেন।” তারপর মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করে অমর লিখেছেন,”দেখে এলাম। আনন্দে দূর কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন, বাবুজি। খুব ভালো আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।”