KMC: অভিনব উদ্যোগ! স্বাস্থ্য সচেনতায় পথনাটিকা পুরসভার স্বাস্থ্যকর্মীদের 

0
1

ভেজাল খাবার নিয়ে মানুষকে সচেতন করতে অভিনব প্রচার কলকাতা পুরসভার। কোন ধরণের খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং কোন খাবার স্বাস্থ্যসচেতন; সেই নিয়েই মানুষকে সতর্ক করতে মঙ্গলবার নিউমার্কেট চত্বরের সিমপার্ক মলের সামনে পথনাটিকার মাধ্যমে প্রচার চালাল পুরসভার স্বাস্থ্য বিভাগের আওতাধীন ফুড সেল। পুজোর সময় শহরের রাস্তায় যে ফাস্টফুডের স্টলগুলি বসে, সেখান থেকে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়, তা নিয়ে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। পুরসভা সূত্রে খবর, পুজোর আগে শহরের বিভিন্ন জায়গায় এমন পথনাটিকার আয়োজনের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের।

আরও পড়ুন- মঙ্গলে সিজিও কমপ্লেক্সে চিকিৎসক অপূর্ব, লাইনে সপ্তর্ষি-সঞ্জয় সহ নির্যাতিতার ২ সহপাঠী