উৎসবের মরশুমে সোনা রুপোর দামে বড় চমক!

0
2

পুজো আসছে, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে দেদার কেনাকাটার পাশাপাশি সোনা রুপোর দামের উত্থান পতনে নজর রেখেছে আমজনতা। পুজোর মরশুমে (Festival Season) যদি হলুদ ধাতুর দাম একটু কমে তাহলে বিয়ের সিজনের আগেই তা কিনে রাখার আপ্রাণ চেষ্টা। এমনিতেই দুর্গাপুজা (Durga Puja) উপলক্ষে বিভিন্ন সোনার দোকানে অলংকারে (Gold Silver Jewellery) নানা রকমের ছাড় দেওয়া হয় তার সঙ্গে যদি দুই ধাতুর আসল দাম অনেকটা কমে যায় তাহলে সত্যি সত্যি সোনায় সোহাগা। দুর্গাপুজো, নবরাত্রি, লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি – উৎসবের দীর্ঘ তালিকায় চমক দিচ্ছে সোনার দাম। একদিন কমছে তো আরেকদিন সামান্য লাফ। রুপোর দামও সোনার মূল্যের সঙ্গে বেশ কিছুটা হেরফের হচ্ছে। মঙ্গলবার সোনা রুপোর দর কত হলো জানেন?

কলকাতায় এদিন ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম ৬ হাজার ৯৮১ টাকা। ২৪ ক্যারেটের দাম হয়েছে ৭ হাজার ৬১৬ টাকা। সেই অনুপাতে হিসেব করলে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৯ হাজার ৮১০ টাকা। ২৪ ক্যারেট এর ক্ষেত্রে সেই দাম হবে ৭৬ হাজার ১৬০ টাকা। এদিকে আবার রুপোর দাম কিছুটা কমেছে কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ পড়বে ৯২৯০ টাকা এবং ১ কেজি রুপোর মূল্য ৯২ হাজার ৯০০ টাকা হয়েছে।