২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ১০০ গ্রাম ওজন বৃদ্ধি পাওয়ায় ৫০ কেজি বিভাগে ফাইনালে নামতে পারেননি তিনি। এরপর কান্নায় ভেঙে পড়েন বিনেশ। এরপর বিনেশের পাশে দাঁড়ান বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। পাশে পেয়েছেন গোটা দেশবাসীকে। তবে এবার এই নিয়ে মুখ খুললেন আরেক ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত। তবে তিনি বিনেশের পাশে না দাঁড়িয়ে বরং বিনেশকে নিশান করলেন যোগেশ্বর। বললেন , ষড়যন্ত্রের অভিযোগ তুলে না কেঁদে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বিনেশের।
এই নিয়ে যোগেশ্বর বলেন,” অলিম্পিক্স থেকে বিনেশকে বাতিল করা হয়েছে। ওর উচিত ছিল দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া। তা না করে ও ষড়যন্ত্রের অভিযোগ করল। কেঁদে সকলের সহানুভূতি আদায়ের চেষ্টা করল। এমনকি, প্রধানমন্ত্রীকেও দায়ী করল। সকলে জানে, ওকে বাতিল করার সিদ্ধান্ত সঠিক। এক গ্রাম ওজন বেশি হলেও বাতিল করা হয়। তাহলে ওকে কেন করা হবে না?”
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল করা হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেও পদক পাননি তিনি। বাতিল হওয়ার পরে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির।
আরও পড়ুন- শুভমনের সঙ্গে দুরন্ত ইনিংস, কোন মন্ত্রে সাফল্য পন্থের? ফাঁস করলেন ঋষভ নিজেই