পথ অবরোধে আটকে অ্যাম্বুলেন্স, রাস্তাতেই প্রাণ গেল শিশুর!

0
1

প্রবল শ্বাসকষ্টে ছটফট করছে শিশু। দ্রুত অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকেরা। কিন্তু পথ অবরোধের জেরে অ্যাম্বুলেন্স এগোতেই পারল না। রাস্তাতেই ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শিশু। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার (Jangipur Municipality, Murshidabad) ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডের এলাকায় একটি অবরোধ চলছিল। সেই সময় লালগোলা থেকে অসুস্থ শিশুকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে যাচ্ছিল পরিবার। বাড়ির লোকের অভিযোগ, বারবার অনুরোধ সত্বেও অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়নি। দীর্ঘ সময় আটকে থাকার জন্য শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয় শিশুটির। অনেক কষ্টে কোনও মতে হাসপাতালে পৌঁছলেও ততক্ষণে সব শেষ। পুলিশ এবং পুরসভার কর্তা ব্যক্তিদের অসহযোগিতার অভিযোগ করেছেন শিশুটির আত্মীয়। যদিও জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মজিফুল ইসলাম জানান বারবার মাইকিং করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে। শেষে তাঁর সাহায্যে একটা মোটর সাইকেলে করে ছেলেটিকে হাসপাতালে পাঠানো হয়। যদিও তাঁকে বাঁচানো যায়নি।