সদ্য বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট এবং বলে দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন তিনি। আর এরপরই দলের অন্দরের এক রহস্য ফাঁস করলেন অশ্বিন। দলের বর্তমান গৌতম গম্ভীর এবং প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে কি নামে ডাকেন, সেই রহস্য ফাঁস করলেন অশ্বিন। এদিন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানান , তিনি গম্ভীরকে ডাকেন র্যাঞ্চো নামে। আর দ্রাবিড়কে ডাকেন, পারফেক্ট ম্যান বলে। এছাড়াও জানান, দুজনেরই কাজের পদ্ধতি আলাদা।
নিজের ইউটিব চ্যানেলে অশ্বিন বলেন,” গম্ভীর খুবই চিন্তামুক্ত থাকে। আমি ওকে রিল্যাক্সড র্যাঞ্চো নামে ডাকতে চাই। কোনও চাপই নেই গম্ভীরের মাথায়। সকালে দলের হার্ডল হয়। সেই সময়েও গম্ভীরের ভাব এমন থাকে যেন, ‘তুমি কি আসছ? পারলে এসো।” এরপরই অশ্বিন বলেন, “রাহুল ভাইয়ের সময় আলাদা ছিল। ও পারফেক্ট ম্যান। আমরা মাঠে আসা মানে সব কিছু ঠিক জায়গায় থাকবে। একটা বোতলও এ দিক-ও দিক হলে চলবে না। প্রতিটা জিনিস ঠিক সময় ঠিক জায়গায় চাই রাহুল ভাইয়ের। ও খুবই কঠিন মানসিকতার ছিল। গম্ভীর সে সব কিছু চায় না। ও চাপমুক্ত থাকে। গম্ভীর সকলের হৃদয়ে জায়গা করে নেবে। আমার মনে হয় গম্ভীরকে দলের ছেলেরা খুবই পছন্দ করবে।”
আরও পড়ুন- আইএসএলে প্রথম জয় পেয়ে কী বললেন বাগান কোচ মোলিনা ?