আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচের নামছে মোহনবাগান, প্রতিপক্ষ নর্থইস্ট

0
1

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের শুরুতেই হোঁচট খেয়েছে মোহনবাগান। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছে দিমিত্রি পেত্রাতোসদের। এই পরিস্থিতিতে সোমবার দ্বিতীয় ম্যাচে জোসে মোলিনার দলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।

এই যুবভারতীতেই ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্টের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। সেদিনও বিরতির আগেই দু’গোলে এগিয়ে গিয়ে, দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করেছিলেন দিমিত্রিরা। এরপর টাইব্রেকারে ম্যাচ জিতে নিয়েছিল উত্তর-পূর্বের দল। সেই অর্থে দেখতে গেলে সোমবারের ম্যাচটা বাগানের কাছে বদলার মঞ্চ।

রবিবার সাংবাদিক বৈঠকে মোলিনা অবশ্য বদলার প্রসঙ্গ এড়িয়ে গেলেন। তবে তাঁর পাখির চোখ যে তিন পয়েন্ট, সেটা গোপন করেননি মোহনবাগান কোচ। মোলিনার বক্তব্য, ‘‘আমাদের আরও ভাল খেলতে হবে। এই ম্যাচটা জিততে চাই। তার জন্য প্রতিদিন আমরা কঠোর পরিশ্রম করছি।’’ মরশুমের শুরু থেকেই সবুজ-মেরুনের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। মোলিনাও বলে দিলেন,‘‘আমিও খুশি নই। ভুল-ত্রুটি শুধরে নেওয়ার জন্য ফুটবলাররা খাটছে। রক্ষণ আঁটসাঁট করে গোলের জন্য ঝাঁপাব। আশা করি, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারব।’’

সবকিছু ঠিক থাকলে, সোমবারই সবুজ-মেরুন জার্সিতে প্রথমবার মাঠে নামতে চলেছেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তিনি খেললে, বাগানের আক্রমণের তীক্ষ্ণতা যে আরও বাড়বে, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অস্বস্তিতে রাখছে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজের ফিটনেস। যা পরিস্থিতি, তাতে নর্থইস্ট ম্যাচেও রডরিগেজকে পাওয়া যাবে না।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস