অনুব্রত মণ্ডলের পরে এনামুল হক (Enamul Haque)। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ইডির মামলায় বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এনামুলের জামিন মঞ্জুর করেন এনামুলের। এর আগে ২০২২ সালে সুপ্রিম কোর্টেই গরু পাচার সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন এনামুল। তবে ইডির মামলায় দীর্ঘদিন হাজতবাস হয়ে যাওয়ায় এনামুলের জামিন সোমবার মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।

শুক্রবার গরু পাচারের ইডির মামলায় জামিন পেয়েছিলেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সোমবারই সর্বোচ্চ আদালতে জামিন পেলেন ব্যবসায়ী এনামুল হক। এর আগে ২০২২ সালে সুপ্রিম কোর্টেই সিবিআইয়ের (CBI) মামলায় জামিন পেয়েছিলেন এনামুল। তবে ইডির মামলায় জামিন না পাওয়ায় জেলমুক্তি হয়নি। ইডি চার্জশিটও (chargesheet) পেশ করে এনামুলের নামে। কিন্তু তদন্তে অগ্রগতির মাধ্যমে এখনও এনামুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জেল থেকে বেরোবেন এনামুল।

২০২০ সালের নভেম্বর মাসে গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন এনামুল হক। এই মামলার মূল অভিযুক্ত এনামুল দাবি করে তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি এই মামলা গ্রহণ করলে এনামুল ইডির হাতেও গ্রেফতার হন। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিও (CID) গ্রেফতারি পরোয়ানা জারি করে এনামুলের নামে। সেই সঙ্গে তার সহযোগী হিসাবে আরও তিনজনের নামে ওয়ারেন্ট বের করে সিআইডি। তবে সুপ্রিম কোর্টে ইডির তদন্ত প্রশ্ন ওঠে দীর্ঘদিন ধরে এনামুলের জেলবন্দি থাকা নিয়ে। সেই প্রেক্ষিতেই জামিন অনস্বীকার্য ও জেল ব্যতিক্রম – এই পর্যবেক্ষণেই জামিন মঞ্জুর হল এনামুলের।











































































































































