চলন্ত ট্রেনে এবার সাপ কাণ্ড, প্রশ্নের মুখে রেলের রক্ষণাবেক্ষণ

0
3

চলন্ত ট্রেনে এবার সাপ কাণ্ড। জব্বলপুর-মুম্বই গরীব রথ এক্সপ্রেস(garib rath  express) চলন্ত ট্রেনে দেখা মিলল সাপের। 12817 জব্বলপুর-মুম্বই ট্রেনটির এসি কামরায় আপার সাইডের বার্থ থেকে বেরিয়ে আসা সাপটি। তা দেখে আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি করতে থাকেন। তাদের কিছুক্ষণ পরে পাশের কামরায় সরিয়ে দেওয়া হয়। আর ওই কোচটি সিল করে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় এখন চলন্ত ট্রেনে সাপ বের হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। প্রশ্নের মুখে রেলের(Indian railway )রক্ষণাবেক্ষণ।

জানা গিয়েছে, কাসারা স্টেশনে(kasara station) ট্রেনটি ঢোকার পরেই জি৩ কোচে ওই সাপটিকে দেখা যায়।সাপটিকে পাওয়ার পরেই সেই বার্থে থাকা যাত্রী এলার্ম বাজান। সঙ্গে সঙ্গে রেলের কর্মীরা এসে ব্যবস্থা নেন। সাপটিকে দেখার পরেই স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কামরায়।